অনূর্ধ্ব-১৫ একাডেমি কাপ ফুটবলের খেলা আজ পুনরায় শুরু

| বৃহস্পতিবার , ১ জানুয়ারি, ২০২৬ at ১১:২৯ পূর্বাহ্ণ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশব্যাপী রাষ্ট্রীয় শোকের প্রথম দিন বুধবার ক্লাইম্বসিডিএফএ অনূর্ধ্ব১৫ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলা বন্ধ থাকার পর আজ ১ জানুয়ারি,বৃহস্পতিবার থেকে পুনরায় শুরু হচ্ছে। আজ চারটি খেলা অনুষ্ঠিত হবে। সকাল ৯.৩০ টায় ফতেয়াবাদ স্পোর্টস ফুটবল একাডেমি বনাম ডায়নামিক ফুটবল একাডেমি, সকাল ১১টায় আর জি ফুটবল একাডেমি বনাম মিরশ্বরাই ফুটবল একাডেমি, দুপুর ২টায় এ প্লাস ফুটবল একাডেমি বনাম আনোয়ারা ফুটবল একাডেমি,দুপুর ৩.৩০টায় শিকলবাহা স্পোর্টস একাডেমি বনাম একরাম ফুটবল একাডেমির মধ্যে খেলা চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধআইসিসি র‌্যাঙ্কিংয়ে রুটের পরেই ব্রুক ক্যারিয়ার সেরা দুইয়ে স্টার্ক ও নোমান
পরবর্তী নিবন্ধনারী টি-টোয়েন্টিতে ইতিহাস ভারতের দীপ্তি শর্মার