ক্লাইম্ব – সিডিএফএ অনূর্ধ্ব–১৫ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে জয় পেয়েছে সন্ধান ফুটবল একাডেমি। গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সন্ধান ফুটবল একাডেমি ৩–০ গোলে রাইজিং স্টার ফুটবল একাডেমিকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে ২টি গোল করে মো. রিয়াদ। ১টি গোল করে আরাফাত হোসেন।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর প্রতি সম্মান জানিয়ে সকাল ১১টার ফতেয়াবাদ স্পোর্টস ফুটবল একাডেমি বনাম ডায়নামিক ফুটবল একাডেমির মধ্যকার ম্যাচটি স্থগিত করা হয়। এই সময় মাঠে উপস্থিত খেলোয়াড়, কর্মকর্তা ও দর্শকরা কালো ব্যাজ ধারন করে ১ মিনিট নিরবতা পালন এবং বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন।
এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালনের কারণে আজ ৩১ ডিসেম্বর বুধবার সিডিএফএ ক্লাইম্ব অনূর্ধ্ব–১৫ ফুটবল টুর্নামেন্টের খেলাসমূহ স্থগিত করা হয়েছে। আগামী ০১ জানুয়ারি হতে টুর্নামেন্টের খেলাসমূহ পুনরায় সংশোধিত ফিকশ্চার অনুযায়ী অনুষ্ঠিত হবে।










