ক্লাইম্ব–সিডিএফএ অনূর্ধ্ব–১৫ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে জয় পেয়েছে আকুবদন্ডি ফুটবল একাডেমি ও পাঠানটুলী ফুটবল একাডেমি। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে গতকাল শনিবার টুর্নামেন্টের এই ম্যাচ দুটি অনুষ্ঠিত হয়। সকালে অনুষ্ঠিত প্রথম ম্যাচে আকুবদন্ডি ফুটবল একাডেমি ৩–০ গোলে ফরিদ ফুটবল একাডেমিকে পরাজিত করে। বিজর্য়ী ধলের পক্ষে ১টি করে গোল করে তানবির ইসলাম, রবিউল ইসলাম এবং রিফাতুল ইসলাম। একই মাঠে দিনের দ্বিতীয় ম্যাচে পাঠানটুলী ফুটবল একাডেমি ৪–০ গোলে মোহরা ফুটবল একাডেমিকে পরাজিত করে। পাঠানটুলীর পক্ষে রকিবুল ইসলাম ২টি গোল করে। ১টি করে গোল করে সাজ্জাদ হোসেন এবং আইমান নুর।
আজ রোববার সকাল ৯.৩০ টায় পশ্চিম ডলু ফুটবল একাডেমি এবং কোয়াইশ স্পায়ার ফুটবল একাডেমি পরস্পরের মুখোমুখি হবে। সকাল ১১টায় হাটহাজারী ফুটবল একাডেমি খেলবে কালারপুল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমির বিপক্ষে। দুটি খেলা চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।











