চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত ক্লাইম্ব–সিডিএফএ অনূর্ধ্ব–১৫ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে জয় পেয়েছে আকুবদন্ডী ফুটবল একাডেমি ও কালারপুল ফুটবল একাডেমি। গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের ১ম খেলায় আকুবদন্ডী ফুটবল একাডেমি ৮–০ গোলের বিশাল ব্যবধানে মোহরা ফুটবল একাডেমিকে পরাজিত করে। বিজয়ী দলের রিফাতুল ইসলাম পায়েল হ্যাট্রিক সহ ৫ গোল করে। এছাড়া ওয়ালিদুল ইসলাম ২টি ও রবিউল ইসলাম মারুফ ১টি গোল করে। দিনের অপর খেলায় কালারপুল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমি ২–০ গোলে কোয়াইশ স্পায়ার ফুটবল একাডেমিকে পরাজিত করে। ৯ ও ১০ জানুয়ারী টুর্নামেন্টের খেলা নেই।












