অনূর্ধ্ব-১৫’র ছেলেদের কাছে এবার ৮ উইকেটে হারলো জ্যোতিরা

স্পোর্টস ডেস্ক | সোমবার , ২৫ আগস্ট, ২০২৫ at ৫:১৪ পূর্বাহ্ণ

ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে বিকেএসপিতে চ্যালেঞ্জ কাপ ক্রিকেটে এবার ছেলেদের অনূর্ধ্ব১৫ দলটির কাছে দ্বিতীয়বার আত্মসমর্পণ করেছে নিগার সুলতানা জ্যোতির লাল দল। আগের ম্যাচে একশর আগেই অলআউট হয়েছিল তারা, এবার পঞ্চাশও হলো না তাদের। প্রতিযোগিতার চতুর্থ ম্যাচে ছেলেদের অনূর্ধ্ব১৫ দলের মুখোমুখি হয় বিসিবি নারী লাল দল। আগে ব্যাট করে ২০.৪ ওভারে ৪৯ রানেই শেষ হয় জ্যোতিদের ইনিংস। তারপর মাত্র ২ উইকেট হারিয়ে ৮ উইকেটে জিতেছে অনূর্ধ্ব১৫ দল। চলমান সিরিজে মুখোমুখি প্রথম দেখাতে অনূর্ধ্ব১৫ দল ৯৪ রানে নারী লাল দলকে অলআউট করে ৮৭ রানে জিতেছিল। ওপেনিং জুটিতে ৪৪ রান তুলে জয় তরান্বিত করে ছেলেরা। লক্ষ্য থেকে ৬ রান দূরে থাকতে প্রথম উইকেট হারায় তারা। ফুয়ারা বেগমের অফ স্পিনে ২৪ বলে ১৬ রান করে আউট হন খেয়াল রয় ওম। এরপর ফাইয়াজ খানকে এলবিডব্লিউ করেন ফাহিমা খাতুন। ১১.৫ ওভারে ম্যাচটি জেতে ছেলেরা। চারে নামা আফজাল হোসেন আলিফকে (২ অপ.) সঙ্গে নিয়ে ২৯ রানে অপরাজিত থাকেন ইরফান। এর আগে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ লাল দলে শুরুতে আঘাত করেন মাহিন হোসাইন আলিফ। ৩ বলে ৪ রান করেন ইশমা তানজিম। এরপর দ্রুত সুমাইয়া আক্তার ফেরেন। শারমিনের সঙ্গে ২৭ রানের জুটি ছিল তার। ২১ বলে আট রান করেন তিনে নামা এই ব্যাটার। লাল দলের হয়ে ২২ বলে সর্বোচ্চ ১৮ রান করেন শারমিন। ছয় বল খেলে সুবর্ণা রানের খাতা খুলতে পারেননি। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি করেন ১৪ বলে মাত্র এক রান। ৩৯ বলে ছয় রান করেন রিতুমনি। ফাহিমা ১১ বলে পাঁচ রান করে বোল্ড হন। রানের খাতা খুলতে পারেননি তিন বোলার মারুফা আক্তার, সানজিদা খাতুন ও ফুয়ারা। চার রানে লাল দল শেষ ৫ উইকেট হারায়।

পূর্ববর্তী নিবন্ধআন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন পূজারা
পরবর্তী নিবন্ধপড়ে গেলেন ইমরানুর,তারেক সেরা,শিরিনকে হারালেন শারীফা