অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেটে চট্টগ্রামের টানা দ্বিতীয় জয়

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:৫৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়ং টাইগার্স অনূর্ধ্ব১৪ জাতীয় ক্রিকেটে টানা দ্বিতীয় জয় পেয়েছে চট্টগ্রাম বিভাগীয় দল। আগের দিন ঢাকা মেট্রোকে হারানার পর গতকাল সিলেট বিভাগকে হারিয়েছে চট্টগ্রাম বিভাগ। খুলনায় অনুষ্ঠিত টুর্নামেন্টের নিজেদের দ্বিতীয় ম্যাচে সিলেট বিভাগকে ৭ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম বিভাগীয় দল। আগের ম্যাচে প্রথমে ব্যাট করে জেতা চট্টগ্রাম বিভাগ গতকাল পরে ব্যাট করে জিতেছে। আগের ম্যাচে ৮৭ রান করা ইশতিয়াক আহমেদ গতকাল করেছেন ৭৫ রান। আর তাতেই চট্টগ্রামের জয় সহজ হয়ে যায়। টসে জিতে ব্যাট করতে নামা সিলেট বিভাগ ৯ রানে হারায় দুই উইকেট। তবে মাঝখানে তারেক আহমেদ এবং আজহা বিন মুহিবের দৃঢ়তায় শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ১৫৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে তারেক ৯৯ বলে করে ৪৩ রান। আজহা ৮৮ বলে ৩৭ রান করে অপরাজিত থাকে। এছাড়া হুসাইন মুহাম্মদ ১৩ এবং ইনতাজ হুসাইন করে ১৭ রান। বাকিদের কেউই দুই অংকের ঘরে যেতে পারেনি। চট্টগ্রাম বিভাগের পক্ষে ২টি করে উইকেট নিয়েছে হোসাই মনসুর এবং মনন। এছাড়া একটি করে উইকেট নিয়েছে শিহাব, অমিত, আজমাইন এবং ইশতিয়াক। ১৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯ রানে প্রথম উইকেট হারানোর পর ৪৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে চট্টগ্রাম। সেখান থেকে দলের হাল ধরে ইশতিয়াক এবং ইরতাজা হাসান। এদুজন আর কোন সুযোগ দেয়নি সিলেটের বোলারদের। দুজন মিলে দলকে পৌছে দেয় জয়ের বন্দরে। ৪০.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় চট্টগ্রাম বিভাগীয় দল। চট্টগ্রামের পক্ষে ইশতিয়াক ১১৩ বলে ৭৫ রান করে অপরাজিত থাকে। এছাড়া ইরতাজা হাসান অপরাজিত ছিল ১১২ বলে ৩১ রান করে। সিলেটের পক্ষে ২টি উইকেট নিয়েছে রায়হান আহমেদ।

পূর্ববর্তী নিবন্ধসিপিডিএল রুবিকন সিটি কর্পোরেট স্পোর্টস কার্নিভাল শুরু
পরবর্তী নিবন্ধসিলেটকে হারিয়ে প্লে অফের পথে তামিমের বরিশাল