বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণের লক্ষ্যে চট্টগ্রাম জেলা দল গঠনকল্পে অনূর্ধ্ব–১৪ খেলোয়াড়দের মেডিকেল কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। মেডিকেল টেস্টে উত্তীর্ণ খেলোয়াড়দের তালিকা চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অফিস ভবনের নোটিশ বোর্ডে প্রদান করা হয়েছে। আগামী ৩ নভেম্বর সোমবার দুপুর ১২টার মধ্যে স্ব স্ব স্কুলের সার্টিফিকেটসহ চট্টগ্রাম জেলা কোচ শেখ মাহাবুব উল করিম (মিঠু) এর নিকট রিপোর্ট করার জন্য অনুরোধ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।
 
        
