এশিয়া কাপে ব্যর্থতার পর বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত করছে বাংলাদেশ ক্রিকেট দল। অবশ্য তার আগে নিউজিল্যান্ডে খেলবে ত্রিদেশীয় সিরিজ। যেখানে অপর প্রতিপক্ষ পাকিস্তান। তার আগে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে এক সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প এবং দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। আর সে লক্ষ্য গতকালই দুবাই চলে গেছে। দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন নুরুল হাসান সোহান। দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের অনুপস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন এই কিপার-ব্যাটসম্যান। যিনি নিয়মিত সহ-অধিনায়ক।
সোহানের নেতৃত্বে ১৭ সদস্যের দল দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছেড়েছে গতকাল বিকেল সাড়ে ৫টায়। বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্পের পাশাপাশি এই সফরে আরব আমিরাতের সঙ্গে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে বাংলাদেশ।