অনুশীলনে মাহমুদউল্লাহ রিয়াদ

| বৃহস্পতিবার , ২৪ আগস্ট, ২০২৩ at ১০:৪১ পূর্বাহ্ণ

কদিন আগে ঘোষণা করা হয়েছে এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল। সে দলে জায়গা হয়নি অল রাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদের। এমনকি স্ট্যান্ডবাই দলেও নেই তিনি। দল ঘোষণার আগে থেকেই জাতীয় দলের ক্রিকেটাররা অনুশীলন করছে। আর সে অনুশীলনে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদও। কিন্তু দল ঘোষণার পর তিনি আর অনুশীলনে আসেনি। বলা হচ্ছিল এশিয়া কাপের স্কোয়াড ঘোষণার পর থেকে তিনি ব্যাক্তিগত কারণে ছুটিতে ছিলেন। তবে গতকাল তিনি আবার ফিরেছেন মাঠের অনুশীলনে। তবে গতকাল ছিলনা এশিয়া কাপের দলের অনুশীলন। গতকাল দুপুরে বিসিবি একাডেমি মাঠে অনুশীলনে নামেন রিয়াদ। মূল মাঠে রানিং ও ফিল্ডিং অনুশীলনের পর একাডেমি মাঠে অনুশীলন করেছেন মাহমুদউল্লাহ। এরই মধ্যে এশিয়া কাপের স্কোয়াডের বাইরে থাকা ৮ ক্রিকেটারকে নিয়ে মিরপুরে আলাদা ক্যাম্প করার কথা বিসিবির। সে হিসেবে গত কয়দিন ধরে কোচ সোহেল ইসলামের অধীনে সৌম্য সরকার, সাঈফ হাসানরা অনুশীলন করছিল। যদিও বাকি ছয় ক্রিকেটারের দেখা মেলেনি এই অনুশীলনে। বলা হয়েছিল মুল দলের জন্য যাতে সব সময় প্রস্তুত থাকে দলের বাইরে থাকা ক্রিকেটাররা সেজন্য এই অনুশীলন। কিন্তু পুরো দমে অনুশীলন হয়নি এখনো। এশিয়া কাপের দল থেকে মাহমুদউল্লাহ বাদ পড়ার পর নানামুখি সমালোচনা হচ্ছে ক্রিকেট অঙ্গনে। এই অল রাউন্ডার আদৌ আর দলে ফিরতে পারবেন কিনা তা নিয়েও রয়েছে অনেকের সংশয়। তারপরও নিজেকে ফিট রাখতে অনুীশলনে নেমে পড়েছেন মাহমুদউল্লাহ।

পূর্ববর্তী নিবন্ধআজ চট্টগ্রাম আসছেন কারাতের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন সিনজি নিগাকি
পরবর্তী নিবন্ধআবারো মা হলেন সেরেনা