অনুশীলনে ফিরছেন ‘বিদ্রোহী’ নারী ফুটবলাররা

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ৮ এপ্রিল, ২০২৫ at ৭:১০ পূর্বাহ্ণ

বাংলাদেশ নারী ফুটবল দলের মধ্যকার চলমান যে অস্থিরতা তা এখন সমাধানের পথে আছে। কোচফুটবলার দ্বন্দ্ব নিয়েই ঈদের ছুটিতে গিয়েছিলেন সাবিনারা। ঈদের ছুটি শেষে ক্যাম্পে ফিরেছেন সবাই। গত রোববার থেকে বাফুফের (বাংলাদেশ ফুটবল ফেডারেশন) ক্যাম্পে ফিরতে শুরু করেন নারী ফুটবলাররা। গতকাল থেকে আনুষ্ঠানিক ক্যাম্প শুরু হয়েছে তাদের। গতকাল সোমবার কোনও অনুশীলন হয়নি। শুধু জিম সেশন হয়েছে। আজ থেকে মাঠের অনুশীলন হবে। সেই অনুশীলনে যোগ দেবেন বিদ্রোহী ফুটবলাররাও। গতকাল আনুষ্ঠানিক ক্যাম্প শুরু হলেও দুদিন আগেই বাফুফে ভবনে আসেন সাবিনা খাতুনসহ ৭ ফুটবলার। কিন্তু তারা জিম সেশনে যোগ দেননি। তবে আজ থেকে শুরু হওয়া অনুশীলনে যোগ দেবেন সেই বিদ্রোহীদের ১৩জন। সোমবার বিকেলে বাফুফে ভবন থেকে বেরিয়ে যাওয়ার সময় উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিদ্রোহীদের নিয়ে বাটলার বলেছেন ‘নো কমেন্টস’। কতজন ফুটবলার ক্যাম্পে যোগ দিয়েছেন সেটি নিয়েও কোনো ধারণা নেই বলে জানিয়েছেন ব্রিটিশ এই কোচ। তবে বাফুফে থেকে থেকে জানা যায়, বিদ্রোহী বাদে ৩১ জন ফুটবলার ক্যাম্পে যোগ দিয়েছেন। ব্রিদোহীদের মধ্যে ৪ জন ফুটবলারসাবিনা খাতুন, মনিকা চামকা, মাতসুসিমা সুমাইয়া ও ঋতুপর্ণা চাকমারা গেছেন ভুটানে। সেখানকার ক্লাব পারো এফসিতে খেলবেন তারা। ভুটানের আরেকটি ক্লাবে খেলার কথা রয়েছে রুপনা চাকমা ও মাসুরা পারভীনের। এছাড়া মোসাম্মত সাগরিকার সঙ্গে অন্য একটি ক্লাবের কথা চলছে বলে জানা যায়। এই তিন ফুটবলার ক্যাম্পেই আছেন বর্তমানে। ভুটানে যাওয়া ৪ ফুটবলার বাদে তহুরা খাতুন এখনো ক্যাম্পে যোগ দেননি। জানা গেছে, তার বোন অসুস্থ থাকায় দুই দিন ছুটি নিয়েছেন তিনি। বাকি ১৩ জন শিউলি আজিম, সাগরিকা, রুপনা চাকমা, শামসুন্নাহার জুনিয়র, সানজিদা আক্তার, নিলুফা ইয়াসমিন, মাসুরা পারভীন, মারিয়া মান্ডা, শামসুন্নাহার সিনিয়র, কৃষ্ণা রানী, স্বর্ণা রানী মণ্ডল, সাথী বিশ্বাস ও নাসরিন আক্তার সোমবার বাফুফে ভবনে কোচ বাটলারের সঙ্গে মিটিং করেছেন। প্রায় ৪০ মিনিটের মতো স্থায়ী হওয়া সেই মিটিংয়ে নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। জানা গেছে, বাটলারের বিপক্ষে আনা অভিযোগগুলো নিয়েও মিটিংয়ে কথা হয়েছে। যেখানে এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করেছে; যদিও শেষ পর্যন্ত এই ১৩ জন গতকাল থেকে অনুশীলনে ফেরার আগ্রহ দেখিয়েছেন। কৃষ্ণামাসুরাদের নিয়ে আলোচনায় বসেছিলেন কোচ পিটার বাটলার। আধাঘণ্টা আলোচনা করে কৃষ্ণাদের অতীতে ঘটে যাওয়া সবকিছু ভুলে যাওয়ার কথা বলেছেন পিটার। তিনি বিদ্রোহী ফুটবলারদের জানিয়ে জানিয়েছেন, ‘পাস্ট ইজ পাস্ট। মঙ্গলবার থেকে আমি যেভাবে সিডিউল দেবো সেভাবে তোমাদের অনুশীলন করতে হবে।’

১৮ ফুটবলার যখন প্রকাশ্যে বিদ্রোহ করেছিলেন তখন কোচও বেঁকে বসেছিলেন সাবিনামাসুরাদের ওপর। ওরা শৃঙ্খলা ভঙ্গ করেছেসাবিনাদের বিরুদ্ধে এমন অভিযোগ ছিল পিটারের। সোমবার আলোচনায় এই প্রসঙ্গ তুলেছিলেন বিদ্রোহের নেতৃত্ব দেওয়া অন্যতম সিনিয়র ফুটবলার মাসুরা পারভীন। পিটার জানিয়ে দিয়েছেন, ‘নির্দিষ্ট কারো ওপর আমার এ অভিযোগ ছিল না। তোমরা অনুশীলন করোনি, সেটা অবশ্যই শৃঙ্খলা ভঙ্গ।’ এদিকে গতকালের জিম সেশনে অংশ নেন ৩১ ফুটবলার। বাফুফের সঙ্গে চুক্তি করা ৩৬ জনের মধ্যে স্বপ্না রানী, অর্পিতা বিশ্বাস, জয়নব বিবি, মুনকি আক্তার ও কোহাতি কিসকু ব্যক্তিগত কারণে এখনো ক্যাম্পে যোগ দেননি। ২০২৬ সালের মার্চে অস্ট্রেলিয়ায় হবে এএফসি উইমেন্স এশিয়ান কাপ। সেই প্রতিযোগিতায় নাম লেখাতে ২৩ জুন থেকে ৫ জুলাই অনুষ্ঠেয় বাছাইপর্বে অংশ নেবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

পূর্ববর্তী নিবন্ধগাজাবাসীর জন্য মন কাঁদছে বাংলাদেশি ক্রিকেটারদের
পরবর্তী নিবন্ধগাজায় গণহত্যার প্রতিবাদে শাকিব-সিয়ামরা, ফিলিস্তিনিদের পাশে থাকার প্রত্যয়