তিন ম্যাচ টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনে নেমেছে পাকিস্তান। অবশ্য ওপেনার মোহাম্মদ রিজওয়ান তাদের সঙ্গে ছিলেন না গতকাল। সোমবার সকাল ১০টার দিকে মিরপুরে আসে পাকিস্তান দল। এরপর সবার উদ্দেশে ব্রিফিং দেন দলের দুই কোচ। গা গরম দিয়ে তাদের অনুশীলন শুরু হয়। বেশ কিছুক্ষণ ওয়ার্মআপ সেরে শুরু হয় ব্যাটিং-বোলিং অনুশীলন। একসঙ্গে চলে ক্যাচিং ও ফিল্ডিং অনুশীলনও। প্রায় তিন ঘণ্টা ধরে অনুশীলন শেষে পাকিস্তান দল শেরেবাংলা ত্যাগ করে। পাকিস্তানের অনুশীলনের শেষের দিকে হোম অব ক্রিকেটে আসে বাংলাদেশ দল। ওয়ার্মআপ দিয়ে শুরু হয় মাহমুদউল্লাহদের অনুশীলন। এরপর ব্যাটিং এবং ফিল্ডিং অনুশীলন করেন সবাই। নুরুল হাসান সোহানের সঙ্গে পারভেজ হোসেন ইমনকেও কিপিং অনুশীলন করতে দেখা গেছে। আমিনুল ইসলাম বিপ্লবের সঙ্গে অনুশীলন করেছেন আরেক লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখন। উল্লেখ্য, আগামী ১৯ নভেম্বর থেকে মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজ।