অনুশীলনে চোট মুশফিকের

স্পোর্টস ডেস্ক | সোমবার , ৬ নভেম্বর, ২০২৩ at ৯:৫২ পূর্বাহ্ণ

দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। নতুন করে শ্রীলংকার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ইনজুরিতে পড়েছেন মুশফিকুর রহিম। গতকাল রোববার দিল্লিতে ব্যাটিং অনুশীলনের সময় ডানহাতে ব্যথা পান উইকেটকিপার এই ব্যাটার। আঘাত কতটা গুরুতর, তা এখনও জানা যায়নি। তবে অস্বস্তি নিয়ে মাঠ থেকে ড্রেসিংরুমে ফিরে যান মুশফিক।

দিল্লির বায়ুদূষণের কারণে এমনিতেই একদিন অনুশীলন করতে পারেনি বাংলাদেশ। শনিবার অনুশীলন করলেও এক ঘণ্টা কম করে মাঠ ছাড়তে হয় সাকিবদের। আগের কয়েকদিনের চেয়ে দিল্লির পরিবেশ রোববার বেশ উন্নত হয়েছে। বাংলাদেশ দলও অনুশীলনে মন দিয়েছে। এদিন দিল্লিতে ব্যাটিং অনুশীলনের সময় ডানহাতে ব্যাথা পান মুশফিক। নেটে থ্রো ডাউন খেলতে গিয়ে তার হাতে বল বাজেভাবে আঘাত করে। চোট পাওয়ার পর মাঠ দিয়ে দৌড়ে নেটে চলে যান বায়েজেদুল ইসলাম। সেখানে প্রাথমিক সেবা নিয়ে মুশফিক আবার উঠে দাঁড়িয়েছিলেন। দুই বল খেলে আর চালিয়ে যেতে পারেননি অনুশীলন। অস্বস্তি নিয়ে ছেড়ে যান মাঠ। ব্যাথা পাওয়ার পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় মুশফিককে। চোটের স্থানে ঠান্ডা বরফ দিয়ে আইসিং করা হয়। এই মুহূর্তে তিনি পর্যবেক্ষণে আছেন। সোমবার ম্যাচের আগ পর্যন্ত পর্যবেক্ষণে রাখা হবে মুশফিককে। সব ঠিকঠাক থাকলেই কেবল লংকানদের বিপক্ষে মাঠে নামবেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধপ্রথম বিভাগ ফুটবল লিগ মাঠে গড়াচ্ছে কাল
পরবর্তী নিবন্ধজাতীয় লিগে তৃতীয় জয় চট্টগ্রামের