কোর্ট বিল্ডিংয়ের ১ নং খাস খতিয়ানভুক্ত সরকারি খাস জমিতে আইনজীবীদের ৫টি বহুতল ভবন অনুমোদন কার্যক্রমের সাথে জড়িত সিডিএর সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর নাম, পদবী, পূর্ণাঙ্গ ঠিকানা (স্থায়ী/বর্তমান ঠিকানা), মোবাইল নম্বর ইত্যাদি উল্লেখ করে তথ্য প্রদান করতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের উন্নয়ন অধিশাখা থেকে গত ৭ এপ্রিল ইস্যুকৃত এ পত্রে সিডিএ চেয়ারম্যানকে নকশা অনুমোদনের সাথে সংশ্লিষ্ট নথিসমূহের নোটশিটের ফটোকপি, সভার কার্যবিবরণী, অনুমোদিত নকশার কপি, অনুমোদনের বিবরণী শিট ৩ কার্যদিবসের মধ্যে মন্ত্রণালয় বরাবর প্রেরণের নির্দেশনা দেয়া হয়। এ সংক্রান্ত একটি অনুলিপি জেলা প্রশাসন বরাবরও দেয়া হয়েছে।
বিষয়টি আজাদীকে নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) মো. তৌহিদুল ইসলাম। তিনি বলেন, ২০০৩-২০০৪, ২০০৪-২০০৫, ২০০৮-২০০৯ এবং ২০১৪-২০১৫ সালে বিধিবহির্ভূতভাবে আইনজীবীদের ৫টি ভবন নির্মাণের নকশা অনুমোদন করেছে সিডিএর সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীগণ। ন্যাশনাল বিল্ডিং কোডসহ সরকারি আইন ও বিধি বিধান তোয়াক্কা না করে এ কাজটি করা হয়েছে।
তিনি বলেন, আইনজীবীদের বহুতল স্থাপনা নির্মাণের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা মোতাবেক গঠিত তদন্ত কমিটির কাছে এ পর্যন্ত কোনো ধরনের তথ্য-প্রমাণ উপস্থাপন করতে পারেনি সিডিএ। এতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের তদন্ত কার্যক্রম বিঘ্নিত হচ্ছে মর্মে চিঠিতে উল্লেখ করা হয়েছে।