অনুমোদন ছাড়া চিকিৎসাসেবা, লাখ টাকা জরিমানা

বোয়ালখালী প্রতিনিধি | মঙ্গলবার , ২৬ আগস্ট, ২০২৫ at ৬:০২ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে অনুমোদন ও নিবন্ধন ছাড়া চিকিৎসা দেওয়ায় মরিয়ম নূর দাতব্য চিকিৎসা কেন্দ্র নামে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকার সোমবার দুপুরে উপজেলার অলি বেকারি সংলগ্ন এলাকায় রেসিডেন্স ভবনের দ্বিতীয় তলায় প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ। এ সময় তার সাথে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাফরিন জাহেদ জিতি ও বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ লুৎফুর রহমান।

অভিযান সূত্রে জানা গেছে, অনুমোদন ও নিবন্ধন ব্যতীত প্রসূতিদের চিকিৎসা সেবা প্রদান, প্রেসক্রিপশনে ঔষধ লেখা প্রভৃতি অপরাধে মরিয়ম নূর দাতব্য চিকিৎসা কেন্দ্র নামে একটি প্রতিষ্ঠানে চিকিৎসা সেবা প্রদান করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে রোকেয়া বেগম (৪৮) নামে একজনকে ১ লাখ টাকা জরিমানা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, নিবন্ধনহীন চিকিৎসাসেবার অপরাধে লাখ টাকা জরিমানা ও প্রতিষ্ঠানটিতে অনুমতি না পাওয়া পর্যন্ত পরবর্তীতে সকল প্রকার চিকিৎসা প্রদান থেকে বিরত থাকতে আদেশ দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়া কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল ও ৩১ দফার প্রচারণা
পরবর্তী নিবন্ধপাহাড়ে সংসদীয় আসন বাড়িয়ে ৮টি করার দাবি