অনুমোদন ছাড়া মুড়ি উৎপাদন

কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা

বোয়ালখালী প্রতিনিধি | শুক্রবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৪ at ১২:৩৭ অপরাহ্ণ

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) অনুমোদন না থাকায় বোয়ালখালী উপজেলায় একটি মুড়ির কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার অলি বেকারি মোড়ে সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ফাতেমা চৌধুরী এ অভিযান পরিচালনা করেন। অভিযানে বিএসটিআইয়ের অনুমোদন দেখাতে না পারায় শাহ মালেকীয়া স্পেশাল মুড়ি কারখানার ম্যানেজারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় বিএসটিআই ফিল্ড অফিসার জারিন তাসনিম এবং পরিদর্শক সজীব চৌধুরীসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ফাতেমা চৌধুরী বলেন, বিএসটিআইয়ের অনুমোদন ব্যতীত মোড়কজাত পণ্য উৎপাদন করতে পারবে না কোন ব্যবসায়ী। শাহ মালেকীয়া স্পেশাল মুড়ি কারখানার বিএসটিআইয়ের অনুমোদন ছিল না বিধায় ম্যানেজারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ নিল ১০ হাজার ২১৬ জন
পরবর্তী নিবন্ধধলইয়ে তিন পরিবারকে বাসস্থান প্রদান