অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশ ও অননুমোদিতভাবে বোতলজাত করে পানি ব্যবসার অপরাধে পটিয়ায় ‘অলওয়েজ বেভারেজ ও এন্ড এগ্রো ফুডকে (প্রা: লি:)’ ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রবিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
এসময় উপজেলার গিরিশ চৌধুরী বাজার এলাকায় ‘অলওয়েজ বেভারেজ ও এন্ড এগ্রো ফুড (প্রা: লি:)’এ অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশে গভীর নলকূপের পানি বোতলজাত করে সরাসরি ভোক্তাদের কাছে পৌঁছানোর জন্য গাড়িসহ যাবতীয় বিষয় নজরে আসে ভ্রাম্যমাণ আদালতের।
জানা গেছে, গত এক বছর ধরে তারা কোনো ধরনের অনুমোদন ছাড়াই এবং অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশে গভীর নলকূপের পানি বোতলজাত করে ব্যবসা চালিয়ে আসছিল। অবশেষে চট্টগ্রাম জেলা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনআসআই) তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস জানান, তারা গত একবছর ধরে কোনো ধরনের অনুমোদন না নিয়ে এবং অপরিচ্ছন্ন পরিবেশে বোতলজাত করে পানির ব্যবসা চালিয়ে আসছিল। এ অপরাধে তাদেরকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।