নগরীর কোতয়ালী থানাধীন আসাদগঞ্জে অভিযান চালিয়ে অনুমোদনহীন মশার কয়েল বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে মান নিয়ন্ত্রণ সংস্থা বিএসটিআই।
গতকাল বুধবার দুপুরে চলা এ অভিযানে নেতৃত্ব দেন বিএসটিআই বিভাগীয় অফিস চট্টগ্রামের সহকারী পরিচালক নূর মোহাম্মদ মোস্তফা, ফিল্ড অফিসার মো. আশিকুজ্জামান ও ফিল্ড অফিসার মো. তারেক রহমান।
বিএসটিআইয়ের কর্মকর্তারা জানান, অভিযানে আসাদগঞ্জের মেসার্স আল মদিনা স্টোর ও কোতোয়ালীর মেসার্স শাহ জব্বরিয়া স্টোর নামে দুটি প্রতিষ্ঠান সনদবিহীন তুলসি পাতা ব্র্যান্ডের মশার কয়েল অবৈধভাবে বাজারজাত করায় মামলা দায়ের করা হয়েছে ।