অনুমোদনহীন জর্দা তৈরির দায়ে কারখানা সিলগালা

কর্ণফুলী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:১১ পূর্বাহ্ণ

কর্ণফুলীতে অনুমোদনহীনভাবে জর্দা উৎপাদনের দায়ে রুবেল কেমিক্যাল ওয়ার্কস নামে একটি কারখানা সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কারখানাটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেন অভিযান পরিচালনা করেন। অভিযান সূত্রে জানা যায়, চরপাথরঘাটা তোতার বাপেরহাট এলাকার ওমান টাওয়ারের পাশে অবস্থিত রুবেল কেমিক্যাল ওয়ার্কস দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়াই জর্দা উৎপাদন করে বাজারজাত করছিল।

খবর পেয়ে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়। এসময় অনুমোদনহীন পণ্যের আলামত জব্দ করা হয়। পরে ভেজাল ও অনুমোদনহীন পণ্য উৎপাদনের দায়ে কারখানাটি সিলগালা করা হয় এবং প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেন বলেন, জনস্বার্থে ভেজাল ও অনুমোদনহীন পণ্যের বিরুদ্ধে এ ধরণের অভিযান চলমান থাকবে। অভিযানে কর্ণফুলী থানা পুলিশের একটি টিম সহযোগিতা করে।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে ১২ মানব পাচারকারী আটক ১১ ভুক্তভোগী উদ্ধার
পরবর্তী নিবন্ধগাজায় মুহুর্মুহু বোমা-গুলি, আতঙ্কে পালাচ্ছে মানুষ