অনুমতি ছাড়া মামলার নথি প্রদর্শন করা যাবে না

সিএমএম আদালতের আদেশ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৭ সেপ্টেম্বর, ২০২১ at ৫:১৯ পূর্বাহ্ণ

বিচারাধীন মামলার নথি খুবই গুরুত্বপূর্ণ। এটি ছাড়া মামলা প্রমাণ তো দূরের কথা, মামলা এগিয়ে নেয়াও সম্ভব নয়। এ অবস্থায় অনুমতি ছাড়া বিচারাধীন মামলার নথি প্রদর্শন করা যাবে না মর্মে আদেশ জারি করেছেন চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রবিউল আলম। জিআরও এবং বেঞ্চ সহকারীদের উক্ত আদেশ যথাযথভাবে পালনের নির্দেশ দেয়া হয়েছে।
গত বুধবার জারি করা অফিস আদেশে বলা হয়, পূর্বের আদেশে যা থাকুক না কেন বিচারিক কাজের সুবিধার্থে রেকর্ড রুমে জমাকৃত নথি ব্যতীত এ ম্যাজিস্ট্রেসীর আদালতসমূহে বিচারাধীন মামলার কোনো নথি সংশ্লিষ্ট বিচারকের লিখিত অনুমতি ছাড়া প্রদর্শন করা যাবে না। সংশ্লিষ্ট বিচারকের লিখিত অনুমতি সাপেক্ষে বেঞ্চ সহকারী বা জিআরও’র উপস্থিতিতে সরকারি কর্মকর্তা ও আইনজীবীদের মামলার নথি প্রদর্শন করা যাবে। এ বিষয়ে আদালতের এক কর্মকর্তা আজাদীকে বলেন, নথি প্রদর্শন নিয়ে মাঝে মধ্যে সমস্যা হয়। নথি হারিয়ে যায়। যার কারণে বিচারক এমন আদেশ জারি করেছেন।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষা দিবসে শিক্ষায় পরিবর্তন নিয়ে ভাবনা
পরবর্তী নিবন্ধজ্বালানি ‘সংকট’ সমাধানে আমদানি বাড়াচ্ছে বিপিসি