অনুমতি ছাড়া বিদেশি স্বেচ্ছাসেবী সংস্থা সম্পত্তি অর্জন করলে বাজেয়াপ্ত

| রবিবার , ২৭ আগস্ট, ২০২৩ at ৪:২০ পূর্বাহ্ণ

 

সরকারের অনুমতি না নিয়ে বিদেশি স্বেচ্ছাসেবী সংস্থা বাংলাদেশে কোনো স্থাবর সম্পত্তির মালিক হতে পারবে না। না জানিয়ে ক্রয়, দান, বিনিময় বা অন্য কোনোভাবে সম্পত্তি অর্জন করলে তা বাজেয়াপ্ত করবে সরকার। এমন বিধান রেখে ‘বিদেশি স্বেচ্ছাসেবী সংস্থা (স্থাবর সম্পত্তি অর্জন নিয়ন্ত্রণ) আইন, ২০২৩’ এর খসড়া প্রণয়নের কাজ করেছে ভূমি মন্ত্রণালয়ের অধিগ্রহণ অধিশাখা। এ খসড়ার ওপর মতামত নিতে তা ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। খবর বিডিনিউজের।

নতুন আইন করার বিষয়ে অধিগ্রহণ অধিশাখার উপসচিব মোহাম্মদ শাহানুর আলম গতকাল বলেন, উচ্চ আদালতের নির্দেশনায় সামরিক শাসনামলে প্রণীত অধ্যাদেশগুলোকে নতুন করে আইনে রূপান্তর করা হচ্ছে। ১৯৮৩ সালের একটি অধ্যাদেশকে বাংলায় রূপান্তর করে বিদেশি স্বেচ্ছাসেবী সংস্থা (স্থাবর সম্পত্তি অর্জন নিয়ন্ত্রণ) আইন করা হচ্ছে। ওই অধ্যাদেশে যেসব বিষয় ছিল, নতুন আইনের বিষয়বস্তুও একই। নতুন আইন পাস হলে ‘বিদেশি স্বেচ্ছাসেবী সংগঠন (স্থাবর সম্পত্তি অধিগ্রহণ) নিয়ন্ত্রণ অধ্যাদেশ, ১৯৮৩’ রহিত হবে বলে খসড়ায় বলা হয়েছে। তবে ওই অধ্যাদেশের অধীনে নেওয়া বিভিন্ন কার্যক্রম নতুন আইনের অধীনে হয়েছে বলে গণ্য করা হবে।

খসড়ায় বলা হয়েছে, বিদেশি স্বেচ্ছাসেবী সংস্থা বলতে এমন ধরনের সংগঠন বা কর্তৃপক্ষকে বোঝানো হয়েছে যা কোনো কর্পোরেশন হতে পারে বা নাও হতে পারে। এই ধরনের সংস্থা বাংলাদেশের বাইরে অন্য কোনো দেশে গঠিত বা প্রতিষ্ঠিত; যার উদ্দেশ্য বাংলাদেশের অভ্যন্তরে কোনো ব্যক্তি, সংগঠন বা কর্তৃপক্ষকে সেবা দান করা অথবা স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনা করা।

প্রস্তাবিত আইনের খসড়ার ওপর লিখিতভাবে মতামত ও পরামর্শ ভূমি মন্ত্রণালয়ের অধিগ্রহণ১ শাখায় ডাকযোগে এবং ধপয়ঁরংরঃরড়হ১সড়ষ@মসধরষ.পড়স ইমেইলে পাঠানো যাবে জানিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে ভূমি মন্ত্রণালয়। আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে মতামত দেওয়ার অনুরোধ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম রেল স্টেশনে রানিং স্টাফদের বিক্ষোভ
পরবর্তী নিবন্ধপাহাড়তলী বাজারে ডিম বেচাকেনা বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা