অনুমতি ছাড়া চা পাতা মজুদ ওয়্যারহাউজের ৩ গোডাউন বন্ধ

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

| সোমবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৩ at ৭:৫৪ পূর্বাহ্ণ

চা বোর্ডের অনুমোদন না নিয়ে অবৈধভাবে চা মজুদের অপরাধে চট্টগ্রামের সৈয়দ টি ওয়্যারহাউজের ২টি গোডাউন এবং এনএনটি ওয়্যারহাউজের ১টি গোডাউন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে চা বোর্ডের ভ্রাম্যমাণ আদালত।

উল্লেখ্য, সৈয়দ টি ওয়্যারহাউজ তাদের অনুমোদিত ১টি গোডাউনের বাহিরে আরও ২টি গোডাউন/শেড স্থাপন করে চা পাতা মজুদ করে আসছিল। অন্যদিকে এনএনটি ওয়্যারহাউজ ১টি গোডাউনের অনুমতি নিয়ে ২টি গোডাউন/শেইডে চা মজুদ করছিল। অনুমোদনহীন অবৈধ গোডাউন/শেড ৩টি বন্ধ করা হয়েছে। গতকাল রবিবার বিকেলে নগরীর ফৌজদারহাট এলাকায় অবস্থিত ওয়্যারহাউজ দুটিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

বাংলাদেশ চা বোর্ডের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীনের নেতৃত্বে পরিচালিত অভিযানে সৈয়দ টি ওয়্যারহাউজে আছিব ব্রাদার্সের অবৈধ চা মজুদ থাকার প্রমাণ পাওয়া যায়। এর আগে চলতি মাসের ১০ ও ১২ সেপ্টেম্বর পৃথক অভিযানে আছিবুর রহমানের মালিকানাধীন সীতাকুণ্ড উপজেলার বানুর পাড়া এলাকায় অবস্থিত আছিব ব্রাদার্সের গোডাউনে অভিযান চালিয়ে সাড়ে ৪ টন মেয়াদোত্তীর্ণ ও দুর্গন্ধযুক্ত পচা চা জব্দ ও ধ্বংস করা হয়েছিল।

এ বিষয়ে মোহাম্মাদ রুহুল আমীন বলেন, ‘দীর্ঘদিন ধরে একটি ব্যবসায়ী চক্র চা বোর্ডের অনুমতি না নিয়ে ওয়্যারহাউজের গোডাউনে অবৈধ ও নিম্নমানের চা মজুদ ও বাজারজাত করে আসছিল। চা পাতা ব্যবসায় এসব অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান চলমান থাকবে।

বাংলাদেশ চা বোর্ডের বিপণন কর্মকর্তা আহসান হাবিব, সহকারী পরিচালক আব্দুল্লাহ আল বোরহান, ফটোগ্রাফার আকিব মর্তুজা এসময় উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবরাদ্দ পেলে স্বাস্থ্য বিভাগের কার্যক্রম বৃদ্ধি করব : মেয়র
পরবর্তী নিবন্ধবিপন্ন বনরুই কালোবাজারে দাম ২ লাখ টাকা