অনুভূতির গোলক ধাঁধা

সাহাদাত হোসাইন সাহেদ | শনিবার , ২৩ নভেম্বর, ২০২৪ at ৫:৫৪ পূর্বাহ্ণ

প্রচণ্ড বিশ্বাস, তীব্র আবেগ এবং এক বুক ভালোবাসা নিয়ে বুকের ভেতর যে কম্পন তা হচ্ছে অনুভূতি। আর এই অনুভুতির টালবাহানা মোটেও গ্রহণীয় পর্যায়ে পরে না। এই যেমন, আমরা দেশের নন্দিত কাঙ্ক্ষিত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসার কোনো কমতি নেই সাধারণ মানুষের। যা তার স্বকীয় প্রকাশ। আর সে অনুভূতিকে পুঁজি করে সম্মানিত বরেণ্যজনরা স্বার্থ সৃজনে লিপ্ত হয়। এমন কি নিজ স্বকীয়তাকে বিষণ্নতায় ঠেলে দিয়ে অন্য ভুবনে নিজেকে জড়িয়ে নেয়।

পূর্ববর্তী নিবন্ধনিরাপদ সড়ক ব্যবস্থা চাই
পরবর্তী নিবন্ধপানিতে ডুবে শিশু মৃত্যু : সচেতনতার বিকল্প নেই