অনুভূতিতে জেরুজালেম

মোস্তফা তৌহিদ হাসান (তুষার) | বুধবার , ২৫ অক্টোবর, ২০২৩ at ৯:১৪ পূর্বাহ্ণ

মানবতার মৃত্যু হয়েছে গাজা উপত্যকায়,

লাশের মিছিল দীর্ঘ হচ্ছে পৈশাচিক বর্বরতায়।

থেমে থেমে কাঁপছে পবিত্র ভূমি

সমরাস্ত্রের আঘাতে,

সমানে মরছে বৃদ্ধ,যুবা,শিশু অসম এক সংঘাতে।

জাতিসংঘ যেন এক নাচের পুতুল,পশ্চিমা দাপটে।

ষড়যন্ত্র, কূটচালে বিশ্ব মোড়লেরা স্বীকারোক্তি অকপটে।

নিজভূমে থেকেও পরাধীন, অসহায় ফিলিস্তিনবাসী,

দখলদারদের ত্রাসের রাজত্বে, ভূমিকা যে আগ্রাসী।

আর কত রক্ত,নিরপরাধ জীবন ঝরলে মিলবে এটুকু প্রতিশ্রুতি?

আদৌ পাবে কি তারা পূর্ণ অধিকার, স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি?

বায়তুল মুক্কাদ্দাসে ইহুদি শক্তির অনুপ্রবেশ অপতৎপরতা,

ধুরন্ধর সাম্রাজ্যবাদী বেনিয়া চোখে নয় তো উগ্রবাদিতা।

অস্তিত্ব রক্ষায় যখনই একাট্টা, স্বাধীনতাকামী ফিলিস্তিনবাসী,

তখনই তাদের সন্ত্রাসী আখ্যায়, নির্মূলে চলে অভিযান সাঁড়াশি।

বন্ধ হোক বহুকাল ব্যাপী চলমান এই যুদ্ধজয়ের দামামা।

চিরশান্ত হোক জেরুজালেম,গড়ে উঠুক খসড়া চুক্তিনামা।

পূর্ববর্তী নিবন্ধমানবতা এখন ফিলিস্তিনে ভূখা তৃষ্ণায় মরে
পরবর্তী নিবন্ধহামুন