অনুভব

আরাত্রিকা সুর | মঙ্গলবার , ১ নভেম্বর, ২০২২ at ৬:৫৮ পূর্বাহ্ণ

অকৃত পাপের মাশুল দিতে দিতে-
টানতে টানতে বীতরাগ সংসার ঘানি,
চাঁদ- সূর্য একটি একটি করে
শুকনো মরুর বুকে হারাচ্ছে।

আজো কি নীলে নীলে উজাড় করে দিচ্ছো
সারি সারি বাঁধা হিম দূর হিমাদ্রীর,
নাকি নিরানিষ অভিমানে ক্ষোভে –
ছুঁড়ে দিচ্ছো দক্ষিনোর কোনো বর্ষার তান।

গোল পুকুরে কি যুগল নোঙর ফেলে,
ভালোবাসা ভালোবাসা খেলার ছলে,
গত বর্ষারাত্রির মতো টুপ টুপ
এখনও কি চলছে ভুলিয়ে রাখার ছন্দ।

জানি না, জানি না, কিচ্ছুটি না,
শুধু জেনেছি -তোমার গা ছিঁড়ে আসা
কেবল বুনো গন্ধ।
এখন দৃষ্টিকে নিয়েছি গুছিয়ে,
তবু অনুভব আর কান্নার টানাপোড়েন,
আর ঝাপসা হয়ে আসে সব, অবিরল।

পূর্ববর্তী নিবন্ধপ্রতিটা সকালে আমার দৃষ্টি চলে যায় কারাগারের প্রধান ফটকে
পরবর্তী নিবন্ধদেওয়ান মোহাম্মদ আজরফ : লেখক ও দার্শনিক