অনুভব

কামরুন নাহার পারভীন | শনিবার , ৩ মে, ২০২৫ at ৭:০০ পূর্বাহ্ণ

জীবন নামক মায়াবী জগতে, নিরন্তর হেঁটে চলেছি। নিত্যদিন সত্য মিথ্যের যাঁতাকলে নিষ্পেষিত হচ্ছে নিজস্বতা। নিজের ছায়াকে দেখে বিভ্রান্ত হই। পারিপার্শ্বিকতার আবেগে করা ভুলগুলো ফুল হয়ে উঠে না। চাহিদা আর উচ্চাকাঙ্ক্ষার প্রাচীর যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকে। জীবন এক বহতা নদী। চলার পথে সকল প্রতিবন্ধকতা দূর করে অজানা গন্তব্যে ছুটে চলে। গতি কখনো দ্রুত, কখনো শ্লথ। এই ধারাবাহিক চলাটা কোন একদিন থেমে যাবে। সেই থেমে যাওয়া সময়ের নাম মৃত্যু। অবধারিত ও কঠিন এক সত্য। সেই অমোঘ সত্যটা যার মনে যত দৃঢ় তার জীবন ততোটা সুন্দর ও সুশৃঙ্খল।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে উদ্বেগজনক হারে বাড়ছে বিবাহ বিচ্ছেদ
পরবর্তী নিবন্ধমর্যাদা হোক শ্রমিকের প্রাপ্য অধিকার