বৃষ্টি আমায় ছুঁয়ে দিয়ে গেলো
অথচ হৃদয়ে জমে থাকা মেঘেরা
এখনো জেঁকে বসে আছে পুরোটা শরীর।
বৃষ্টি সু–শীতল বাতাসে নব আস্বাদনে
তার চিত্ররূপে বিহ্বল করেছে আমাকে!
খুব বেশি সময় মুগ্ধতাকে –
আঁকড়ে রাখতে পারি না বলেই
মাতাল স্পর্শ উপভোগ করতে –
এসে শয্যায় অবতীর্ণ হয়েছি।
ভীষণ রকম একা অথচ অভাবনীয় আলোড়ন!
ভাবনার রূদ্ধশ্বাসে
প্রকৃতির উন্মত্ততা ছুঁয়ে গেলেও
দুশ্চিন্তার আঁধারে ডুবে আছে
প্রেমের ফরিয়াদ ফিকিরি!
অসম্ভব আঘাতের পরে এত কম সান্নিধ্য শীতলতা
আমায় স্বস্তির জলে ভেজাতে পারেনি।
কেন এত কষ্ট দাও
অদ্ভুত আচরণে জড়িয়ে
আমার থেকে দূরে রও।
হাজারো দীনতায় সাজালেও আমি
তোমাকেই হৃদয়ের প্রার্থনায় বাঁধবো
আরো কাঁদাতে চাও তো বৃষ্টির মতোই কাঁদবো।