খোলা জানালায় দিগন্ত পাড়ি
হৃদয় উচাটন,
চোখের ভাষায় বুঝিয়ে দেয় সে
তোমার প্রিয়জন।
জানা অজানা গদ্যময়
অনুভবে হাহাকার,
ইচ্ছে করে বুঝে নিতে
স্পর্শের করিডোরে সে আমার।
চাওয়ার নেই কিছু
দেয়ার অনেক হালখাতা,
ও তুমি বুঝবে না
কতটা বিরহ জুড়ে মর্মব্যথা।
ছোঁয়া সেতো অনুভূতি
প্রকাশের সময়কাল,
জড়িয়ে রেখেছো তুমি আমায়
অতৃপ্ত শূন্যতার মায়াজাল।
ভালোবাসা সেতো মনের কুঠিবাড়ি
ভালোবাসি বলেই হৃদয় নিয়েছে আড়ি,
তবু ও চাই থাকো তুমি শুধু আমার হয়ে
ভালবাসায় আছো তুমি ভালবাসার বিনিময়ে।