যেসব সুযোগ সন্ধানী পরিচয় গোপন করে আওয়ামী লীগের বিভিন্ন কমিটিতে ঢুকেছেন তাদের চিহ্নিত করে বের করে দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক হাছান মাহমুদ। আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের শনিবারের সভায় এ নিয়ে আলোচনা হয়েছে বলে গতকাল রোববার সচিবালয়ে এক অনুষ্ঠানে জানিয়েছেন তিনি। সাংবাদিকদের প্রশ্নে হাছান বলেন, আওয়ামী লীগ প্রায় ১২ বছর ধরে ক্ষমতায়, বাংলাদেশে বহু সুযোগ সন্ধানী থাকে, অনেক সুযোগ সন্ধানী পরিচয় গোপন করে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে ঢুকে পড়ার চেষ্টা করেছে, কেউ কেউ সফলও হয়েছে। সেগুলো বাছাই করে বিভিন্ন পর্যায়ের কমিটি থেকে তাদের বের করে দেওয়া হবে, এই সিদ্ধান্ত অনেক আগেই হয়েছে, কালকেও এই বিষয়গুলো আলোচিত হয়েছে। অনুপ্রবেশকারীদের আর কোনো জায়গা আওয়ামী লীগ বা অঙ্গ সহযোগী সংগঠনে হবে না। খবর বিডিনিউজের।
হাছান বলেন, করোনার মধ্যে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের প্রথম সভা হয়েছে। সংগঠনকে গতিশীল করার জন্য এবং যেসব জায়গায় সম্মেলন হয়েছে সেই কমিটিগুলো পূর্ণাঙ্গ করার জন্য এবং যেসব জেলা-উপজেলায় সম্মেলন হয়নি সেখানে সম্মেলন করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাংগঠনিক সম্পাদক এবং দলীয় সম্পাদকদের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া প্রেসিডিয়াম মেম্বারদেরকেও বিভাগীয় পর্যায়ে দায়িত্ব দেওয়া হয়েছে। কত দিনের মধ্যে মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো করতে দলের সভাপতি নির্দেশ দিয়েছেন, সেই প্রশ্নে হাছান বলেন, কমিটি সহসা করতে হবে। দেশে ইউপি, পৌরসভা নির্বাচন হবে, তার আগে যতটুকু সম্ভব করতে হবে। নির্বাচনের সময় সেগুলো করা যাবে না।