চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসির গতকাল অনুষ্ঠিত ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় ১ হাজার ৮২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল, যা মোট পরীক্ষার্থীর ১.১১ শতাংশ। অপরদিকে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে চট্টগ্রাম ও কক্সবাজারে ৪ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ১১৫টি কেন্দ্রে মোট ৯৭ হাজার ৮১১ জন পরীক্ষার্থী গতকাল ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় অংশ নেওয়ার কথা। কিন্তু গতকাল হলে এসেছে ৯৬ হাজার ৭২৯ জন শিক্ষার্থী। ১১৫টি কেন্দ্রে ১ হাজার ৮২ জন পরীক্ষার্থী পরীক্ষা দিতে আসেনি। প্রতি কেন্দ্রে গত ৯ জনেরও বেশি পরীক্ষার্থী অনুপস্থিত থাকে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এ এম এম মুজিবুর রহমান জানান, চট্টগ্রামে ৬৯ কেন্দ্রে ৭১ হাজার ৪৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছে ৭০ হাজার ৭৭৪ জন। অনুপস্থিত ছিল ৭১৩ জন। কক্সবাজার জেলায় ১৮টি কেন্দ্রে ১২ হাজার ৪৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছে ১২ হাজার ২৮৯ জন। অনুপস্থিত ১৭৬ জন। রাঙামাটি জেলায় ১০টি পরীক্ষা কেন্দ্রে ৪ হাজার ৯৫২ জনের মধ্যে অংশ নিয়েছে ৪ হাজার ৮৮৯ জন। অনুপস্থিত ৬৩ জন। খাগড়াছড়ি জেলায় ১০টি কেন্দ্রে ৫ হাজার ৫০৬ জনের মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৫ হাজার ৪৫০ জন। অনুপস্থিত ৫৬ জন। বান্দরবান জেলায় ৮টি পরীক্ষা কেন্দ্রে ৩ হাজার ৪০১ জনের মধ্যে অংশ নিয়েছে ৩ হাজার ৩২৭ জন। অনুপস্থিত ৭৪ জন।
এর আগে ইংরেজি প্রথম পত্রেও চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ১ হাজার ৫৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।