সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন ও কবি ওমর কায়সারসহ সাতজন বাংলা একাডেমি পরিচালিত সাহিত্য পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। গতকাল রোববার একাডেমি ২০২৩ সালের এই সাহিত্য পুরস্কারের জন্য তাদের নাম ঘোষণা করে। একাডেমির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৫ নভেম্বর একাডেমির সাধারণ পরিষদের ৪৬তম বার্ষিক সভায় এ পুরস্কার তুলে দেওয়া হবে।
‘সাহিত্যিক মোহাম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার’ পাচ্ছেন ড. অনুপম সেন। তার পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা। আর ‘সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কারে’ ভূষিত হচ্ছেন কবি ওমর কায়সার। তার পুরস্কারের অর্থমূল্য ৫০ হাজার টাকা।
পুরস্কার পাওয়ায় উচ্ছ্বসিত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন আজাদীকে বলেছেন, এটা আমাকে খুবই আনন্দ দিয়েছে। যারা আমাকে এই পুরস্কারের জন্য মনোনীত করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। যাঁর নামের পুরস্কারে আমাকে পুরস্কৃত করা হয়েছে তিনি বাংলা সাহিত্যের অনেক বড় একজন সাহিত্যিক। মোহাম্মদ বরকতুল্লাহর লেখা ‘পারস্য প্রতিভা’ আজও পাঠক মনে দোলা জাগায়। গুণী ওই সাহিত্যিকের স্মৃতির প্রতিও শ্রদ্ধা জানাই।
কবি ওমর কায়সার তার প্রতিক্রিয়ায় বলেন, স্বীকৃতি মানুষকে প্রেরণা দেয়, উজ্জীবিত করে। বাংলা একাডেমির এই স্বীকৃতি আমাকে আনন্দিত করেছে। আমি খুশি। মনে হচ্ছে লেখালেখিতে আমি আরো নিমগ্ন হব। আরো ভালো লাগছে, আমার সাথে একই দিন আমার আদর্শ, আমাদের বাতিঘর প্রফেসর অনুপম সেনও পুরস্কার গ্রহণ করবেন। এটা আমার আনন্দকে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে।
এছাড়া পুরস্কার পাচ্ছেন কবি নির্মলেন্দু গুণ, রামেন্দু মজুমদার, ড. মোহাম্মদ হারুন–উর–রশিদ, ডা. এ বি এম আবদুল্লাহ ও আবদুল গাফফার।