ভারতের পশ্চিমবঙ্গের সুরকার, গীতিকার, সংগীতশিল্পী অনুপম রায়। যার গানে উঠে এসেছে প্রেম থেকে বিচ্ছেদ, রাগ, দুঃখ, মান অভিমান। কিছুদিন আগে স্ত্রী পিয়া চক্রবর্তীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের ঘোষণা করেছিলেন এই গায়ক। খবর বাংলানিউজের।
বিচ্ছেদের বেদনা যেন এবার আছড়ে পড়ল অনুপমের নতুন গানের সুরে। বেশ কিছুদিন ধরে ব্যক্তিগত জীবনে ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে চলেছেন অনুপম। সামাজিক মাধ্যমে তার অ্যাকাউন্ডের পাতায় চোখ রাখলেই দেখা যাচ্ছে অনুপমের দুঃখে পাশে দাঁড়িয়েছেন তার অনুরাগীরাও।
মন খারাপের মধ্যেই সামাজিক মাধ্যমে অনুপম শেয়ার করলেন তার নতুন গান। ‘অনেক দূরের মানুষ’ শিরোনামের গানটি লিখেছেন তিনি নিজেই। পরিচালক কমলেশ্বর মুখার্জির আসন্ন সিনেমা অনুসন্ধান-এর জন্য গানটি গেয়েছেন অনুপম। অনুসন্ধান সিনেমার প্রধান চরিত্রে দেখা যাবে শাশ্বত চ্যাটার্জিকে। তার বিপরীতে রয়েছেন পায়েল সরকার। তাছাড়া একাধিক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চূর্ণী গাঙ্গুলি, ঋদ্ধি সেন, প্রিয়াঙ্কা সরকার, জয়দীপ মুখার্জিসহ অনেকে।