চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও কনফিডেন্স সিমেন্ট এর আর্থিক পৃষ্ঠপোষকতায় সিজেকেএস অনিরুদ্ধ বড়ুয়া অনি স্মৃতি আন্তঃস্কুল টেবিল টেনিস টুর্নামেন্ট গতকাল রোববার সম্পন্ন হয়েছে। বালিকা এককে চ্যাম্পিয়ন হয়েছেন কাফকো স্কুল এন্ড কলেজের মার্সিয়া মাহীদ মনামী। রানার আপ হন কৃষ্ণ কুমারী স্কুলের তূর্ণা বনিক। এছাড়া ৩য় স্থান লাভ করেন প্রেসিডেন্সি স্কুলের রাশিদা সাবরিন সারাহ্, ৪র্থ স্থান পান একই স্কুলের সৈয়দা রুহী আলম। বালিকা দ্বৈতে চ্যাম্পিয়ন হন মার্সিয়া মাহীদ মনামী ও তূর্ণা বনিক, রানার্স আপ হন তাসনিম তাহুরা ও নাঈমা হুমাইরা। এছাড়া ৩য় স্থান লাভ করেন রাশিদা সাবরিন সারাহ্ ও আলিফা মেহজাবিন। বালক একক (জুনিয়র) এ চ্যাম্পিয়ন হন মুসলিম হাই স্কুলের আফরাজুল আলম। রানার আপ হন কদম মোবারকের বোরহান উদ্দিন। ৩য় স্থ পান ওয়ালীউল্লাহ ইনস্টিটিউটের সোহাস উদ্দীন শাহ, ৪র্থ স্থান পান প্রেসিডেন্সি স্কুলের সাফওয়ান রহমান। বালক একক (সিনিয়র) এ চ্যাম্পিয়ন হন কাজেম আলী স্কুলের মো. মুস্তাকিমুল ইসলাম সায়েম, রানার আপ হন কাফকো স্কুল এন্ড কলেজের রাফসান রাফাত। এ ইভেন্টে ৩য় স্থান পান প্রেসিডেন্সি স্কুলের সাদিক রশীদ, ৪র্থ স্থান লাভ খরেন একই স্কুলের জারিফ আমীন। বালক দ্বৈতে চ্যাম্পিয়ন হন মো. মুস্তাকিমুল ইসলাম সায়েম ও আফরাজুল আলম, রানার্স আপ হন সোহাস ও বোরহান। ৩য় স্থান লাভ করেন মুহতাসীম মাহতাব ও তাহমীদ আহনাফ। খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান কনফিডেন্স সিমেন্ট লি: এর ভাইস চেয়ারম্যান লায়ন রুপম কিশোর বড়ুয়া।
সিজেকেএস সহ-সভাপতি ও টেবিল টেনিস কমিটির চেয়ারম্যান মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সিজেকেএস টেবিল টেনিস কমিটির সম্পাদক হারুন রশীদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম ও মো. মশিউর রহমান চৌধুরী, সাবেক যুগ্ম সম্পাদক শাহজাদা আলম, নির্বাহী সদস্য আ.ন.ম. ওয়াহিদ দুলাল, মো. দিদারুল আলম, নাসির মিঞা, প্রদীপ কুমার ভট্টাচার্য্য, বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের নির্বাহী সদস্য সাইফুল আলম বাপ্পি, সিজেকেএস কাউন্সিলর আকতারুজ্জামান, রায়হান উদ্দিন রুবেল, কাজী মো. জসিম উদ্দিন, আঞ্জুমান আরা, সাইফুল আলম খান, মো. জাহেদ হোসেন, সিজেকেএস টেবিল টেনিস কমিটির যুগ্ম সম্পাদক প্রবীন কুমার ঘোষ, সনজীব কুমার সেন, সদস্য গাজী লোকমান হাসান চৌধুরী প্রমুখ।