সিজেকেএস অনিরুদ্ধ বড়ুয়া অনি স্মৃতি টেবিল টেনিস লিগ আগামী ৯–১০ মার্চ চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামস্থ জিমন্যাশিয়াম হলে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গত ২৩ ফেব্রুয়ারি সিজেকেএস টেবিল টেনিস কমিটির সাথে অংশগ্রহণকারী দলসমূহের প্রতিনিধিবৃন্দের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় লটারীর মাধ্যমে প্রণীত খেলার সূচি নিম্মোক্ত ক্লাব সমূহকে সিজেকেএস অফিস হতে সংগ্রহ করতে বলা হয়েছে।
অংশগ্রহণকারী দলসমূহ হলো : নবীন মেলা, ফিরিঙ্গী বাজার লাকী স্টার ক্লাব, চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব, চট্টগ্রাম আবাহনী লিমিটেড, ক্রিসেন্ট ক্লাব, সিটি ক্লাব, নিমতলা লায়ন্স ক্লাব, চিটাগং রয়েল, স্টার ক্লাব, শহীদ শাহজাহান সংঘ, চট্টগ্রাম আবাহনী লিমিটেড (জুনিয়র), কল্লোল সংঘ, নোয়াপাড়া লায়ন্স ক্লাব, ফ্রেন্ডস ক্লাব, বক্সিরহাট ইয়ংম্যানস ক্লাব, আবেদীন ক্লাব, চ.ব.ক. ক্রীড়া সমিতি, চ.ব.ক. ক্রীড়া সমিতি (সাদা), বাকলিয়া একাদশ (জুনিয়র), সাউথ অ্যান্ড ক্লাব, কাস্টমস্ স্পোর্টস ক্লাব, শতাব্দী গোষ্ঠী, ডবলমুরিং ক্লাব, চট্টগ্রাম সিটি কর্পোরেশন গ্রীণ, কাস্টমস্ এঙাইজ ও ভ্যাট ক্লাব, ও.পি.এ, অছি ক্লাব, অগ্রণী সংঘ, ফ্রেন্ডস ক্লাব (জুনিয়র)।