অনি স্মৃতি আন্তঃস্কুল টেবিল টেনিস টুর্নামেন্টের সমাপনী

| মঙ্গলবার , ৭ মার্চ, ২০২৩ at ৫:৫০ পূর্বাহ্ণ

সিজেকেএস অনিরুদ্ধ বড়ুয়া অনি স্মৃতি আন্তঃস্কুল টেবিল টেনিস টুর্নামেন্ট গতকাল সকাল ৯ টায় শুরু হয়। খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন স্পন্সর প্রতিষ্ঠান কনফিডেন্স সিমেন্ট লি: এর ভাইস চেয়ারম্যান লায়ন রুপম কিশোর বড়ুয়া। টুর্নামেন্টে বালক এককে (জুনিয়র) মো. সোহাস উদ্দিন (শাহ ওয়ালীউল্লাহ স্কুল) ১ম স্থান, আদনান বিন নেওয়াজ (আল হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুল) ২য় স্থান, আহনাফ আহমেদ (আল হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুল) ৩য় স্থান এবং সাফওয়ান রহমান (প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল) ৪র্থ স্থান লাভ করে। বালক এককে (সিনিয়র) বোরহান উদ্দীন (কদম মোবারক স্কুল) ১ম স্থান, আফরাজ আলম (মুসলিম হাই স্কুল) ২য় স্থান, জারিফ আমিন (প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল) ৩য় স্থান এবং এস এম আবির উল্লাহ (প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল) ৪র্থ স্থান অর্জন করে।

বালিকা এককে তাহিরা তাবাসসুম (সিএমপি স্কুল এন্ড কলেজ) ১ম স্থান, তূর্ণা বণিক (কুসুম কুমারী স্কুল) ২য় স্থান, রাশিদা সাবরিন সারা (প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল) ৩য় স্থান এবং নাঈমা হুমাইরা (প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল) ৪র্থ স্থান অর্জন করে। বালক দ্বৈতে বোরহান উদ্দীন ও সোহাস উদ্দীন ১ম স্থান, শোভন চৌধুরী ও আফরাজ আলম ২য় স্থান, সাদিক রশিদ ও তায়েবিন তারিক ৩য় স্থান এবং জারিফ আমিন ও রায়েদুল আবেদীন জুটি ৪র্থ স্থান অর্জন করে। বালিকা দ্বৈতে তূর্ণা বণিক ও তাহিরা তাবাসসুম ১ম স্থান, রশিদা সাবরিন সারা ও নাঈমা হুমাইরা ২য় স্থান এবং সাবিয়া আফরোজ ও আলিফা মেহজাবিন আনা জুটি ৩য় স্থান অর্জন করে। সিজেকেএস সহসভাপতি ও টেবিল টেনিস কমিটির চেয়ারম্যান মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন টেবিল টেনিস কমিটির সম্পাদক হারুন রশীদ।

পূর্ববর্তী নিবন্ধজুনিয়র এবং বন্দর একাডেমি দল জয়ী
পরবর্তী নিবন্ধমহানগরী স্কুল হ্যান্ডবল লিগ সম্পন্ন