পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করা, ভোক্তা অধিকার আইন অমান্য ও স্বাস্থ্যবিধি না মানায় লামা বাজারের ৮ ব্যবসায়ীকে ৭২ হাজার ২শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সকালে এসিল্যান্ড মাহফুজা জেরিন এ অভিযান পরিচালনা করেন। এদিকে এ ঘটনায় ‘অতিরিক্ত জরিমানা’র অভিযোগ এনে দুপুরে দোকান বন্ধ করে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় বাজারের ব্যবসায়ীরা। পরে লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, ইউএনও মো. রেজা রশীদ ও থানা ওসি (তদন্ত) মো. আলমগীর ব্যবসায়ী নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় বসেন। উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ আলোচনায় ভবিষ্যতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অতিরিক্ত জরিমানা না করার আশ্বাস দিলে ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার করে নেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযানে জনতা রাইস মিলের মালিক শফিকুল ইসলামকে ৪০ হাজার, মেসার্স চাষী এন্টারপ্রাইজের মালিক নুরুল ইসলামকে ১০ হাজার, মেসার্স সেলিম স্টোরের মালিক ওসমান গণিকে ১০ হাজার, মুদি দোকানি আব্দুল মান্নানকে ৫ হাজার, মো. ইব্রাহিমকে ২ হাজার, শাহরিয়ার আলমকে ৩ হাজার, বিছমিল্লাহ ভাতঘরের মালিক মো. কামাল উদ্দিনকে ২ হাজার ও মো. আবুল খায়েরকে ২শ টাকা জরিমানা করা হয়।