অনির্দিষ্টকালের জন্য স্থগিত এনসিএল

স্পোর্টস ডেস্ক | বুধবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:২৮ পূর্বাহ্ণ

একদিনের টানা বৃষ্টিতেই বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়েছে। ড্রেনেজ ব্যবস্থা দুর্বল হওয়ায় মাঠে ফিরতে আরও কয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছেন বিসিবি পরিচালক আকরাম খান। ফলে বৈরি আবহাওয়ার কারণে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টিটোয়েন্টি আসর অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। কবে থেকে আবার খেলা শুরু হবে, সে বিষয়ে এখনো কিছু জানায়নি বিসিবি। এবার ভেন্যু বাড়িয়ে সিলেটের পাশাপাশি যুক্ত করা হয় রাজশাহী ও বগুড়া। কিন্তু টানা বৃষ্টির কারণে শুরু থেকেই ভোগান্তি বাড়তে থাকে। টুর্নামেন্টের প্রথম দিনই সিলেটরংপুর ম্যাচ পরিত্যক্ত হয়। বগুড়ায় কোনো বল মাঠে গড়ায়নি, এমনকি টসও হয়নি। রাজশাহীতেও বাধা হয় বৃষ্টি, যেখানে ঢাকা মেট্রো ও রাজশাহীর ম্যাচটি নেমে আসে পাঁচ ওভারে। পরের দিনগুলোতেও একই চিত্র। ১৫ সেপ্টেম্বর ঢাকাবরিশাল এবং খুলনাচট্টগ্রামের ম্যাচও পরিত্যক্ত হয়। পরিকল্পনা ছিল ১৭ সেপ্টেম্বর থেকে আবার খেলা শুরু হবে। সিলেট পর্ব শুরু হওয়ার কথা ছিল ২২ সেপ্টেম্বর। কিন্তু আবহাওয়ার উন্নতি না হওয়ায় শেষ পর্যন্ত পুরো আসরই অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো।

পূর্ববর্তী নিবন্ধভারতের প্রধান স্পন্সর অ্যাপোলো টায়ার্স
পরবর্তী নিবন্ধমালয়েশিয়ায় ক্যাম্প ও চারটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ