অনির্দিষ্টকালের জন্য সব আদালত বন্ধ ঘোষণা

| সোমবার , ৫ আগস্ট, ২০২৪ at ৫:১৯ পূর্বাহ্ণ

সরকার পতনের এক দফা আন্দোলনে অসহযোগের প্রথম দিন সারা দেশে পরিস্থিতি আবারও সহিংস হয়ে ওঠার প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টের আপিল ও হাই কোর্ট বিভাগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভুঞা স্বাক্ষরিত দুটি পৃথক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। ফের তিন দিনের সাধারণ ছুটি এবং অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারির মধ্যে আদালত বন্ধের ঘোষণা এলো। খবর বিডিনিউজের। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে সান্ধ্য আইন চলাকালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারিক কার্যক্রম, সকল দপ্তর ও শাখা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। প্রধান বিচারপতি জরুরি বিষয়ে প্রয়োজন সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পূর্ববর্তী নিবন্ধসব পোশাক কারখানা বন্ধ রাখতে বলল বিজিএমইএ
পরবর্তী নিবন্ধধৈর্যের শেষ সীমায় আওয়ামী লীগ : নানক