অনির্দিষ্টকালের জন্য দেশের সব ভারতীয় ভিসা সেন্টার বন্ধ

| বৃহস্পতিবার , ৮ আগস্ট, ২০২৪ at ৬:৪৮ পূর্বাহ্ণ

বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব ভারতীয় ভিসা সেন্টার (আইভিএসি) বন্ধ থাকবে। গতকাল বুধবার আইভিএসি তাদের ওয়েবসাইটে এক বার্তায় এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, অস্থিতিশীল পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকল আইভিএসি বন্ধ থাকবে। পরবর্তী আবেদনের তারিখ ক্ষুদে বার্তার (এসএমএস) মাধ্যমে জানানো হবে এবং পরবর্তী কার্যদিবসে পাসপোর্ট সংগ্রহ করার জন্য অনুরোধ করা হচ্ছে। খবর বাংলানিউজের।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিরাজমান পরিস্থিতির কারণে গতকাল বুধবার পর্যন্ত সব ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ছিল। ঢাকা ছাড়াও চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেটে আইভিএসির শাখায় ভিসা আবেদন জমা নেওয়া হয়। সূত্র জানায়, অস্থিতিশীলতার জন্য ঢাকার ভারতীয় হাইকমিশনের অনেক কর্মকর্তা পরিবারসহ বাংলাদেশ ছেড়েছেন।

পূর্ববর্তী নিবন্ধসকল উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জামায়াতের
পরবর্তী নিবন্ধবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে ডিসির মতবিনিময় সভা আজ