বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ–চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে অনিরুদ্ধ বড়ুয়া অনি মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান, কনফিডেন্স সিমেন্টের ভাইস চেয়ারম্যান ও লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫–বি৪, বাংলাদেশের প্রাক্তন জেলা গভর্নর রূপম কিশোর বড়ুয়ার পৃষ্ঠপোষকতায় সিলেটে শীতার্ত শিশু ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার স্বপ্নের বিদ্যা নিকেতন স্কুল প্রাঙ্গণে গতকাল শুক্রবার বৌদ্ধ যুব পরিষদ–সিলেট অঞ্চলের তত্ত্বাবধানে স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের পাশাপাশি চাহিদার ভিত্তিতে আশপাশের এলাকার শীতার্ত মানুষের মাঝেও শীতবস্ত্র বিতরণ করা হয়। বৌদ্ধ যুব পরিষদ–সিলেট অঞ্চলের সিনিয়র সহ–সভাপতি তপতী বড়ুয়ার সভাপতিত্বে উদ্বোধন করেন সাংবাদিক উৎপল বড়ুয়া। অনুষ্ঠানে অংশ নেন, মো. নজরুল ইসলাম নাজ, কামরুন্নেছা খানম শোভা মতিন, কামাল আহমেদ আম্বিয়া, তারেক আহমদ, দিলু বড়ুয়া, সেবু বড়ুয়া, শেলু বড়ুয়া, আমীর হোসেন সোহাগ, আকলিমা বেগম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












