অনিরুদ্ধ বড়ুয়া অনি মেমোরিয়াল স্মৃতি ট্রাস্টের ৫ম ধাপে শীতবস্ত্র বিতরণ

| সোমবার , ২২ ডিসেম্বর, ২০২৫ at ১০:২৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রাম অঞ্চল ও অনিরুদ্ধ বড়ুয়া অনি স্মৃতি মেমোরিয়াল ট্রাস্ট এবং কনফিডেন্স সিমেন্টের ভাইস চেয়ারম্যান, প্রাক্তন জেলা গভর্নর লায়ন রুপম কিশোর বড়ুয়ার যৌথ উদ্যোগে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

নগরীর নজীর ভান্ডার লেইন পাঠানটুলী চৌমুহনী হযরত মাওলানা হাফেজ সৈয়দ নজীর আহম্মদ শাহ মাইজভান্ডারী হেফজখানা, এতিমখানা ও ফোরকানিয়া মাদ্রাসায় এতিম শীতার্ত শিশুদের মাঝে ৫ম ধাপে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চলের সভাপতি সঞ্জয় বড়ুয়া পিপলু, শীতবস্ত্র বিতরণে কমিটির যুগ্ম সচিব অনুপম বড়ুয়া, সহ সম্পাদক রিকন বড়ুয়া, দপ্তর সম্পাদক রিপন বড়ুয়া, পাঠাগার বিষয়ক সম্পাদক নিপুণ কান্তি বড়ুয়া প্রমুখ। এছাড়াও প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল হাসন বাকিব, সচিব মোঃ আলামিন, প্রধান শিক্ষক মো: আকিব উদ্দিন, শিক্ষক মো: এনামুল হক, মো: আবু বক্কর সিদ্দিক প্রমুখ। চিন্তা চেতনায় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ এই ধরনের অসমপ্রদায়িক চিন্তা চেতনামূলক মানবতার কল্যাণে শীতার্ত শিশুসহ সকল মানুষের পাশে এভাবে দাঁড়ানোর জন্য বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা আরো বলেন এরকম মহৎ উদ্যোগ প্রতিটি মানুষের মাঝে ছড়িয়ে পড়ুক অসাম্প্রদায়ের চিন্তা চেতনা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীর শীলকুপে চুরি, নগদ টাকা-স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা