অনিয়ম, মুরাদপুরে তিন প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৯ অক্টোবর, ২০২৪ at ৯:২৭ পূর্বাহ্ণ

নগরীর মুরাদপুর এলাকায় বিভিন্ন অনিয়মের দায়ে ৩ প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম। গতকাল চলা এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন আক্তার। এ সময় উপস্থিত ছিলেন রানা দেবনাথ ও মো. আনিছুর রহমান।

অভিযানে হিল ভিউ মার্টে (সুইট এন্ড সুপার শপ) পণ্যের মোড়ক বিধি অনুসরণ না করা, মিষ্টি জাতীয় খাদ্যে মূল্য না দেওয়া, পণ্যের প্যাকেটে নিজেদের ইচ্ছে মতো মূল্য সিল দেওয়া, মিষ্টান্ন জাতীয় খাদ্যে মেয়াদ দাম উল্লেখ না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া জমজম ফার্মেসিকে পণ্যের মোড়ক বিধি অনুসরণ না করায় ৬ হাজার টাকা জরিমানা করা হয়। মিঠাইকে মেয়াদ উত্তীর্ণ খাদ্যসামগ্রী বিক্রয়ের উদ্দেশ্য সংরক্ষণ, উৎপাদনকারী কর্তৃক মেয়াদ না থাকা এবং পণ্যের মূল্য প্রদর্শন না করায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধপুলিশ পরিচয়ে গরু ডাকাতি, আটক ৪
পরবর্তী নিবন্ধসাগরিকায় বরফকল চালু রাখায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা