অনিয়মের অভিযোগ, তিন ব্যবসায়ীকে জরিমানা

কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালত

কাপ্তাই প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৪ মার্চ, ২০২৪ at ৯:২৫ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিনের নেতৃত্বে গতকাল বুধবার উপজেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় দোকানে বাসি ও পচা খাবার সংরক্ষণ করা, মূল্য তালিকা না রাখা, অতিরিক্ত মূল্যে জিনিস পত্র বিক্রি করাসহ বিভিন্ন অপরাধে বরইছড়ি এবং কাপ্তাই নতুন বাজারের কয়েকজন ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সৈয়দা ফারহানা পৃথা, কাপ্তাই থানার ওসি মো. আবুল কালাম, বাজার কর্মকর্তা মো. ইলিয়াছসহ সংশ্লিস্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন ভ্রাম্যমান আদালত পরিচালনা এবং বিভিন্ন অনিয়মের অপরাধে একাধিক ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা করার কথা স্বীকার করেন। তিনি বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ধারা লংঘনের দায়ে ঐ জরিমানা করা হয়। পাশাপাশি পবিত্র রমজানের পবিত্রতা যথাযথভাবে না মানা, নিয়ম না মেনে ব্যবসা করা, ফুটপাথ দখল, শৃঙ্খলা ভঙ্গসহ অন্যান্য অপরাধে কয়েকজন ব্যবসায়ীকে প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে। পবিত্র রমজান মাস জুড়ে উপজেলার বিভিন্ন বাজারে এভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে বলেও তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধসিআইইউতে লিগ্যাল ডিবেট কমপিটিশনের ফাইনাল
পরবর্তী নিবন্ধসুচক্রদন্ডীতে সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ