অনিবার্য যতি

নিবেদিতা বড়ুয়া | বৃহস্পতিবার , ২৭ নভেম্বর, ২০২৫ at ৭:০৫ পূর্বাহ্ণ

যন্ত্রণার নরম হরিৎ ফেলে,

ডুব দিয়ে বেমালুম ভুলে যেতে চেয়েছি,

বাঁকানো কীটের কামড়।

নিবাসের নতুন প্রচ্ছদ দিয়েছে গেরুয়া সন্ন্যাস।

খিলান দেয়া শরীর বেয়ে ব্রক্ষ্মচযের্র উড়ন্ত ঘ্রাণে ——

জীবনের সব কারুকাজ রূপান্তরের,

অনোমা নদীর তলদেশে

শব্দহীন নিথর চোখে দেখেছিলাম,

সমস্ত যন্ত্রণায় তৃষ্ণার আকর।

চাওয়া পাওয়ার মিহিন কলেবর —-

আহ্লাদের ফ্রেমে বাঁধা বধির আশ্রমে,

আমিত্ব জুড়ে আছে যাপনের গঞ্জের হাটে।

ধূলি হাওয়ায় অরণ্য ছেয়ে যায় কবিতার অক্ষরে অক্ষরে।

আমাকে সমুদ্র ডাকে সজ্জিত বালুকাবেলায়।

এখনো জল ডোবা সাপ হা, করে আছে গোপন বন্দরে।

পানা দঙ্গলের ডোবা ছেড়ে, পা টিপে টিপে এসে গেছি সমুদ্র কিনার।

এবার তুলে নিতে পারো তোমার মাটিরঙা বুকে।

পূর্ববর্তী নিবন্ধঅনুভব
পরবর্তী নিবন্ধস্মরণের আবরণে হরলাল রায়