জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজে বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত ও কর্মরত অনার্স মাস্টার্স শিক্ষকদের এমপিও ভুক্তির দাবিতে দুদিনব্যাপী (২৪ ও ২৫ নভেম্বর) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার প্রথম দিনে চট্টগ্রামের বিজয় স্মরণী কলেজে ক্লাস বর্জন ও অবস্থান ধর্মঘট করেছে শিক্ষকরা। এ সময় কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ সকল শিক্ষক কর্মসূচিতে সহমত পোষণ করেন। এছাড়া সারা দেশে ৩১৫ টি কলেজে একযোগে কর্মসূচি পালন করা হয়।
কুড়িগ্রামে অবস্থান নিয়েছেন বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি হারুন অর রশিদ, চট্টগ্রামে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা কামাল, জয়নাল আবেদিন, রোমেন দে। বরিশালে সংগঠনের সহ সভাপতি মোকলেসুর রহমান মনি। যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুছ সরিফ অপু, সিলেটে ছিলেন মহিবুর রহমান, সুলতানা পারভিন (শেরপুর), জসিম উদ্দিন (ভোলা), ইমদাদুল ইসলাম (কুষ্টিয়া), মাসুদ করিমসহ প্রমুখ। আগামী ৩০ নভেম্বর থেকে একই দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর মূল ফটকে এমপিও ভুক্তির ঘোষণা না আসা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলমান থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।