অনাবাদী জমিতে আমন চাষ, ভালো ফলন

রাউজান প্রতিনিধি | শুক্রবার , ২৫ নভেম্বর, ২০২২ at ৮:৪৪ পূর্বাহ্ণ

রাউজানে প্রায় ৩৫ হাজার মানুষ কৃষিকাজে জড়িত। এই উপজেলায় কৃষি জমি আছে ১৩ হাজার ৮০০ হেক্টর। এরমধ্যে প্রায় তিন হাজার হেক্টর জমি বছরের পর বছর অনাবাদি থাকছে। আবার লোকসানের অভিযোগে প্রায় অর্ধেক জমিতে কৃষকরা মৌসুমী ব্যুরো চাষ করেন না।
এমন পরিস্থিতিতে রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী গত বছর থেকে সব কৃষি জমিতে ফসল ফলানোর উদ্যোগ নিয়েছেন। যেখানে তিনি অনাবাদি জমি দেখছেন সেখানে চাষাবাদের সমস্যা চিহ্নিত করে তা সমাধান করে দিয়ে কৃষকদের কাজের সুযোগ সৃষ্টি করে দিচ্ছেন। এলাকার ভরাট হয়ে যাওয়া খাল খনন করে দিয়ে পানির প্রবাহ নিশ্চিত করেছেন। সার বীজসহ আধুনিক কৃষি যন্ত্রপাতি দিয়েছেন কৃষকদের। তিনি বিভিন্ন সভা সমাবেশে এলাকার সচেতন ব্যক্তিবর্গের প্রতি কৃষকদের ফসল ফলানোর কাজে অনুপ্রেরণা যোগাতেও আহ্বান জানিয়ে আসছেন। এমন পেক্ষাপটে রাউজানের নোয়াপাড়ার দুই ব্যবসায়ী নাজিম উদ্দিন আমির ও মোহাম্মদ হাসেম এলাকার ছয় কৃষককে সংগঠিত করে এবার ১২ একর অনাবাদি জমিতে ফসলের বাম্পার ফলন পেয়েছেন। তাদের অনুপ্রেরণা দিচ্ছেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন। দুই উদ্যোক্তা কৃষকদের সার, বীজ দিয়ে সহায়তার পাশাপশি নগদ অর্থ দিয়েও সহায়তা করেছেন। আগামীতে আরো বড় পরিসরে কৃষকদের সংগঠিত করার আশা আছে তাদের। তারা মনে করেন দুর্যোগ মোকাবেলায় খাদ্য ফলানোর বিকল্প নেই। রাউজানের এমপি যেভাবে চাষাবাদে উপর জোর দিচ্ছেন, সেভাবে দেশের প্রতিটি উপজেলার জনপ্রতিনিধিরা কাজ করলে দেশে কোনো খাদ্য সংকট থাকবে না। অর্থকষ্টে থাকবে না কোনো কৃষক পরিবার।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি চায় নয়া পল্টন, স্বরাষ্ট্রমন্ত্রী দেখালেন সোহরাওয়ার্দী
পরবর্তী নিবন্ধমেকাপ সেকাপ লাইফস্টাইল এন্ড ফ্যাশন এক্সপো উদ্বোধন