আমাদের ফসলি জমি দিন দিন হারিয়ে যাচ্ছে, গ্রামে গেলে দেখা যাই গত বছর যে জমি ধান বা অন্য ফসল উৎপাদন হত এখন সে সব জমি ভরাট করে ঘরবাড়ি নির্মাণ বা অন্য কোন স্থাপনা অথবা অপরিকল্পিত ইটভাটা তৈরি হয়েছে, এভাবে চলতে থাকলে আগামী দশ, বিশ বছরে আমাদের ফসলি জমি হারিয়ে যাবে। প্রতি উপজেলায় পৌরসভার / ইউনিয়ন পরিষদের অধীনে সরকারি ভাবে যে সমস্ত জমি অনাবাদি আছে সেখানে সরকারি ভাবে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য বহু তলা আবাসন প্রকল্প গ্রহণ করে, যেখানে থাকবে বাচ্চাদের খেলার জায়গা, বিভিন্ন অনুষ্ঠানের জন্য হল রুম, কে জি স্কুল, যা আমাদের প্রজন্ম কে আধুনিক শিক্ষা ও বাস যোগ্য করার জন্য যা যা দরকার এই সমস্ত ব্যবস্থা যদি থাকে, এবং অতিরিক্ত মুনাফার কথা চিন্তা না করে মানুষের কল্যাণের কথা চিন্তা করে কিস্তিতে বিক্রির সুযোগ করে দিলে মানুষ অবশ্যই ক্রয় করবে, তাহলে একদিকে আমাদের ধানি জমি যেমন রক্ষা হবে, অন্য দিকে কর্মসংস্থানের ব্যবস্থা করা হল। আমরা দেখি চট্টগ্রাম অথবা ঢাকা রাজউকের মাধ্যমে যেমন আবাসন প্রকল্প বিক্রি করা হয়, তেমনি এটি গ্রামগঞ্জে ছড়িয়ে দিয়ে, গ্রামের মধ্যে মানসম্মত ভাবে নির্মাণ হলে, কিস্তিতে বিক্রির সুযোগ করে দিলে মানুষের উপকার হবে।
মো জাকির হোসেন, সাবেক সহ-সভাপতি,
নুপুর মার্কেট বনিক সমিতি চট্টগ্রাম