অনাথ সংহতির অনাথালয়ে শারদোৎসব

| বুধবার , ৫ অক্টোবর, ২০২২ at ৯:০২ পূর্বাহ্ণ

‘আবার শারদে, সবার আনন্দে’ স্লোগানে সারাদেশের বিভিন্ন স্থানে পালিত হল মানবিক সংগঠন অনাথ সংহতি’র মাসব্যাপী কর্মসূচি ‘অনাথালয়ে শারদোৎসব’। প্রতিবারের মত এবারও শারদীয় দুর্গোৎসবকে ঘিরে অনাথ শিশুদের নিয়ে অনাথ সংহতি ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রামগড়, পার্বত্য জেলা খাগড়াছড়ির প্রত্যন্ত অঞ্চলের ১০টি অনাথ আশ্রম, ৫ শতাধিক দরিদ্র শিশু, ৭০টি হাজং পরিবার, শতাধিক চা শ্রমিক পরিবার এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে পুজোর নতুন কাপড়, দীর্ঘমেয়াদী খাদ্য সহায়তা, ক্রীড়াসামগ্রী, শিক্ষাসামগ্রী বিতরণ করে। এছাড়াও অনাথ আশ্রমগুলোতে শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা। গত ২ অক্টোবর শেষ হওয়া আয়োজনে বিভিন্ন পর্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. রানা দাশগুপ্ত, কলামিস্ট বাসুদেব ধর, জ্যোতির্ময় নন্দী, বাংলাদেশ ব্যাংকের সাবেক উপ-মহাব্যবস্থাপক দীনময় রোয়াজা, অনাথ সংহতির সভাপতি দেবরাজ সেন, সহ-সভাপতি ওম প্রকাশ ধর, সাধারণ সম্পাদক রঞ্জন সেন, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাপোলো বিশ্বাস প্রমুখ। অনাথালয়ে শারদোৎসব সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় উদ্‌যাপন পরিষদের আহ্বায়ক জুয়েল খাস্তগীর ও সদস্য সচিব শুভাশীষ দাশগুপ্ত সকল সদস্য, স্বেচ্ছাসেবক ও অনুদানদাতাদের সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাকলিয়া শাখার শিক্ষাসামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধঅটোরিকশা হালকাযান শ্রমিক ফেডারেশনের মতবিনিময় সভা