চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার স্বেচ্ছাসেবী সংগঠন দোহাজারী ব্লাড ব্যাংকের ৯ম বর্ষপূর্তি উপলক্ষে অনাথ আশ্রমে খাদ্য ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। সমপ্রতি বান্দরবান জেলার প্রান্তিক লেক শান্তমিত্র বৌদ্ধ ম্রো অনাথ আশ্রম ও বিদর্শন ভাবনা কেন্দ্রে থাকা প্রায় ৮০ জনকে দুপুরের খাবার ও শিক্ষা সামগ্রী প্রদান করা হয়। পরবর্তীতে সংগঠনের সকল সদস্য ও আশ্রমে থাকা সকল শিশুদের নিয়ে কেক কেটে ৯ম বর্ষপূর্তি উদযাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন আশ্রমের পরিচালক ভদন্ত বি. শান্তমিত্র ভিক্ষু, দোহাজারী ব্লাড ব্যাংকের এডমিন এস এম ওয়াহিদ রনি, কার্যকরী সদস্য মিজানুর রহমান, জাহেদুল ইসলাম, সহ–কার্যকরী সদস্য সাহেদ হোসাইন, লিটন নাথ, ফাহিমুল হুদা, আশরাফুল ইসলাম, রাজন বড়ুয়া,হামিদা আক্তার প্রমুখ।
জানা যায়, দোহাজারী ব্লাড ব্যাংক ২০১৬ সাল থেকে আর্তমানবতার সেবায় নিরলস এবং বিনামূল্যে মুমূর্ষু রোগীদের রক্তদান এবং রক্তের ব্যবস্থা করে যাচ্ছে। দেশপ্রেম এবং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে রক্তদানের পাশাপাশি জনসচেতনতামূলক বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করছে সংগঠনটি। এ ছাড়াও সংগঠনের সদস্যদের অংশগ্রহণে পরিষ্কার–পরিচ্ছন্নতা কর্মসূচি, সড়ক দুর্ঘটনা রোধে সড়ক মেরামত ও মহাসড়কের বিভিন্ন স্থানে জেব্রা ক্রসিং অঙ্কন, শীতবস্ত্র বিতরণ করোনাকালীন সময়ে সচেতনতামূলক পোস্টারিং ও সেনিটাইজার, মাস্ক বিতরনসহ জনহিতকর সমাজিক নানা কর্মসূচি পালিত হয়। কলেজ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র, চাকরিজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি–পেশার সদস্যদের মাসিক চাঁদা ও আর্থিক অনুদানে সংগঠনটির সকল কার্যক্রম পরিচালিত হয় বলে জানান সদস্যরা। প্রেস বিজ্ঞপ্তি।