সাবিনা ইয়াসমিন বললেন, ‘সুস্থ আছি’

অনাড়ম্বর জন্মদিন পালন

| শুক্রবার , ৬ সেপ্টেম্বর, ২০২৪ at ৭:৩২ পূর্বাহ্ণ

২০০৭ সালে ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন সাবিনা ইয়াসমিন। পরে চিকিৎসায় সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে আর গানেও ফিরেছিলেন। পাঁচ দশকের ক্যারিয়ারে দশ হাজারের বেশি গান কণ্ঠে তুলেছেন; তার কণ্ঠ জায়গা করে আছে কোটি মানুষের হৃদয়ে। বাংলাদেশের সংগীতের কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন পূর্ণ করলে জীবনের ৭০ বছর। সাবিনা ইয়াসমিনের জন্ম ১৯৫৪ সালের ৪ সেপ্টেম্বর; ঢাকায়। গত বুধবার এই শিল্পীর জন্মদিন কাটল আড়ম্বর ছাড়াই। তিনি বললেন, “এখন বেশ সুস্থ আছি। এতেই খুশি।” মূলত সাবিনা ইয়াসমিনের অনাগ্রহের কারণেই এবার জন্মদিনে স্বজনেরা ঘটা করে কোনো আয়োজন করেননি। ২০০৭ সালে ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন সাবিনা ইয়াসমিন। পরে চিকিৎসায় সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে আর গানেও ফিরেছিলেন। খবর বিডিনিউজের।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ফের সাবিনার ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর রটে। দেশের পাশাপাশি ভারতীয় গণমাধ্যমেও প্রকাশ হয় এই খবর। পরে সাবিনা ইয়াসমিন দেশবাসীর উদ্দেশে এক বার্তায় সিঙ্গাপুরে তার চিকিৎসা নেওয়ার কথা জানান। সে সময় তিনি বলেছিলেন, “প্রতিবছরই তাকে নিয়মিত চেকআপের জন্য সিঙ্গাপুর যেতে হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি।

পূর্ববর্তী নিবন্ধমোরসালিনের গোলে ভুটানকে হারাল বাংলাদেশ
পরবর্তী নিবন্ধলন্ডনে জেমস-হাসানের ‘কনসার্ট ফর নিউ বাংলাদেশ’