প্রিয় আকাশটা আজ ঢেকে গেছে
ইট পাথরের প্রেমহীন কঠিন দেয়ালে
কবিতারা হারিয়েছে পথ
শব্দ গুলো ছটফট করছে
প্রেমময় বাক্য কিছুতেই হচ্ছে না
হঠাৎ চোখ মেলে দেখি
এক টুকরো আলো
কঠিন দেয়ালের ছোট্ট একটা পথ ভেদ করে
চুমিয়ে দিলো চোখ আমার
আকাশ ছোঁয়া সূর্যালোক
আমাকে ছুঁয়ে গেলো,
ঠিক তোমার মত












